Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে, বঙ্গোপসাগর উত্তাল

বন্দরে সতর্ক সঙ্কেত : ভ্যাপসা গরম, আবহাওয়ায় পরিবর্তন

শফিউল আলম | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৩:০৫ পিএম | আপডেট : ৩:২৩ পিএম, ১৬ মে, ২০২০

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আজ শনিবার দুপুরে আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পরের ধাপে এটি আরও জোরদার ও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়ের নাম ‘আমফান’। এটি আজ রাত অথবা রোববার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
করোনার বিপদকালে আরেক দুর্যোগ ও জনদুর্ভোগের শঙ্কা-উৎকণ্ঠা তৈরি করেছে সামুদ্রিক এই নিম্নচাপ। যা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এ নিয়ে দেশের সমুদ্র উপকূললীয় চর ও দ্বীপাঞ্চলবাসীর মাঝে বিরাজ করছে দুশ্চিন্তা-অস্থিরতা।
বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলো বলছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আমফান’ ভারতের দক্ষিণ উপকূল হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে, যদি শেষ মুহূর্তে শক্তি হারিয়ে না ফেলে।
গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে। প্রায় সারাদেশে পড়ছে ভরা গ্রীষ্মের খরতপ্ত আবহাওয়ায় ভ্যাপসা গরম। তবে মাঝেমধ্যে মেঘের শীতল ছায়া ও ঝিরিঝিরি বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিচ্ছে। গভীর নিম্নচাপে আবহাওয়া বদলাচ্ছে।
সর্বশেষ দুপুরের পর আবহাওয়ার বিশেষ বুলেটিনে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নি¤œচাপটি সামান্য পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১০.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নি¤œচাপে পরিণত হয়েছে।
এটি আজ দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৭০ কি.মি. দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৩০৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৭০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর নি¤œচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
গভীর নি¤œচাপ কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত দমকা হাওয়ার সাথে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া থাকতে পারে শুষ্ক। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। খুলনা বিভাগসহ মাইজদী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় কমে যেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সবক’িট বিভাগের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। জ্যৈষ্ঠের গরমের তীব্রতার রাশ টেনে ধরেছে ভর গ্রীষ্মের স্বল্প বৃষ্টি। গত কয়েকদিনের ভ্যাপসা ঘাম ঝরানো গরমের দাপটে সর্দি-কাশি, জ্বর, গলাব্যাথা, ডায়রিয়া, আমাশয়, হাঁপনিসহ মৌসুমী রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সতর্ক সঙ্কেত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ