বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভূরুঙ্গামারী সরকারি কলেজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। তাকে কোয়ারেন্টাইন থেকে আইসোলেশনে নেয়া হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ জন। শুক্রবার (১৫এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ঐ যুবকের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন ।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, কোভিট-১৯ পজিটিভ সনাক্ত ঐ যুবকের বয়স ২২ বছর। সে উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন ইটভাটা শ্রমিক। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনে ঐ যুবক ঢাকা থেকে ভূরুঙ্গামারীতে আসলে পুলিশ তাকে আটক করে ভূরুঙ্গামারী সরকারি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখে। গত ১৩মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতেই আমরা করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠক ডেকে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ সনাক্ত যুবককে ভূরুঙ্গামারী হাসপাতালের আইসোলেশনে রাখার ব্যাবস্থা করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।