Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানী‌তে এই প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১:০০ পিএম

‌পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে এই প্রথম ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা তিনজন ক‌রোনা আক্রান্ত রোগী শনাক্ত হ‌য়ে‌ছে। শুক্রবার রাতে তিন জ‌নের ক‌রোনা প‌জি‌টিভ প্র‌তিবেদন ইন্দুরকানী‌তে এ‌সে পৌঁছায়। এ বিষ‌য়ে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের আবা‌সিক 

চি‌কিৎসক আ‌মিন উল ইসলাম বলেন, গত মঙ্গলবার উপ‌জেলার ৬ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে‌ পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয় । শুক্রবার রাতে প্রাপ্ত প্র‌তি‌বেদ‌নে ছয় জ‌নের ম‌ধ্যে তিন জ‌নের কো‌ভিড-১৯ প‌জি‌টিভ এ‌সে‌ছে। এ‌দের ম‌ধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। ঢাকা থে‌কে আগত মমতাজ (৫০), রোকসানা (৩৫) তাদের বাড়ীতে আসলে, গত মঙ্গলবার এ উপজেলা থেকে ছয়জ‌নের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া নারায়নগঞ্জ থেকে আসা বেল্লাল (২৫) কোরানা আক্রান্ত হ‌য়ে‌ছেন। বেল্লাল নারায়নগঞ্জ মুজার ফ্যাক্টরিতে কাজ করতেন । বেল্লা‌লের বা‌ড়ি উপ‌জেলা সদ‌রের দ‌ক্ষিণ কালাইয়া গ্রা‌মে।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার হোসাইন মুহাম্মদ আল মুজা‌হিদ বলেন, শুক্রবার রা‌তেই বালিপাড়া ক‌রোনা আক্রান্তের বা‌ড়িসহ
স‌ন্দেহজনক এলাকা লকডাউন করা হ‌য়েছে। এছাড়া শ‌নিবার সকালে দক্ষিন কালাইয়া বেল্লালের বাড়ী এলাকায় লকডাউন করা
হ‌য়েছে। আক্রান্তের সংস্প‌র্শে থাকা সবার নমুনা সংগ্রহ করা হ‌য়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ