Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না’গঞ্জে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৪, মৃত্যু ১ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু ৬১জন

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ১২:২৫ পিএম

নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন ব্যক্তির সুস্থ হয়েছেন।শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ছয় হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ছয়শ নয়জনের ফলাফলে পজিটিভ এসেছে।জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা এক হাজার পাঁচশ ৩৫ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৬১ জন আর সুস্থ হয়েছেন তিনশ ৮৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ