মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আগামীকাল রোববার থেকে এ আদেশ কার্যকর হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। মাস্ক না পরে কেউ বের হলে, তাকে ২ লাখ রিয়াল অর্থাৎ ৪৫ হাজার ডলার জরিমানা করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মাস্ক ছাড়া বের হয়ে যারা নিয়ম অমান্য করবে তাদের ৩ বছরের জন্য জেলও হতে পারে। তবে যারা একা গাড়ি চালাবে, তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক নয়।
গত বৃহস্পতিবার কাতারের মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাতারে যে কোনো কারণে ঘরের বাইরে বের হলে মুখোশ বা ফেস মাস্ক পরে বের হতে হবে। আগামীকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে কাতারের সংক্রামক রোগপ্রতিরোধ আইন ১৯৯০ এর ১৭ নম্বর ধারায় ৩ বছরের জেল এবং ২ লাখ কাতারি রিয়াল জরিমানা করা হবে। অথবা এই দু’টির যে কোনো একটি দন্ডে দন্ডিত করা করা হবে। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস/গালফ টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।