মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন। নতুনসহ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৬২ হাজার ৮৪৩ জনে।শুক্রবার দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার জানিয়েছে, এই সংখ্যা বিশ্বের দ্বিতীয়। -টাইমস অব ইন্ডিয়া, সিনহুয়া, রোয়ার মিডিয়া
রাশিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো রাজধানী মস্কো। গত ২৪ ঘন্টায় এখানেই শনাক্ত হয়েছে চার হাজার ৭৪৮ জন। মস্কোতেই কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৪৬৪ জন।
দেশটিতে মৃত্যুর সংখ্যা ১১৩ থেকে এখন দুই হাজার ৪১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা ৫৮ হাজার ২২৬ জন। তার মধ্যে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে চার হাজার ৬৯৬ জন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির কনজ্যুমার রাইটস এ্যান্ড হিউম্যান ওয়েল-বিয়িং ওয়াচডগ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত দুই লাখ ৫৬ হাজার ৮৪৭ জন ছিল চিকিৎসাধীন। বিবৃতিতে বলা হয়, সারাদেশে এ পর্যন্ত ৬.৪ মিলিয়ন লোককে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।