Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় তিনটি গরুসহ আন্তঃজেলা গরু চোর হুদা মিয়া গ্রেফতার

ছাগলনাইয়া( ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৬:২৪ পিএম

ফেনীর ছাগলনাইয়া পৌর সভার দক্ষিণ যশপুর গ্রাম থেকে চুরিকৃত ৩টি গরুসহ আন্তঃজেলা গরু চোর দলের সর্দার সামছুল হুদা প্রকাশ হুদা মিয়াকে (৫৮) জনতার সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪মে) দিবাগত রাত ৮টায় ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম ও এস আই মোহাম্মদ হান্নান মিয়াসহ একদল পুলিশ দক্ষিণ যশপুর গ্রামের রহমত আলী হাজী বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এসময় মৃত খলিলুর রহমানের পুত্র সামছুল হুদা প্রকাশ হুদা মিয়াকে জনৈক জসিম উদ্দিন ফরায়েজীর ঘোয়ালঘর থেকে চুরি হওয়া ৩টি গরুসহ তাকে আটক করে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জসিম উদ্দিন তার ঘোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়ে যায় মর্মে ছাগলনাইয়া থানায় একটি এজহার দায়ের করে।পুলিশ হেফাজতে থাকা অবস্হায় হুদা মিয়া সাংবাদিকদের জানান,তার ছেলে আবদুল হান্নান(২৭) এ গরু চুরির সাথে জড়িত।তার অত্যাচারে আমি বাড়ী ছেড়ে ভাড়া বাসা করে থাকি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হান্নান মিয়া জানান,আসামী হুদা মিয়ার দেয়া প্রদত্ত তথ্য এবং অপরাপর আসামীর নাম ঠিকানা যাচাই পূর্বক পরবর্তী ব্যবস্হা গ্রহন করা হবে।ছাগলনাইয়া পৌর সভার দক্ষিণ যশপুর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন জানান,গত এক বছরে দক্ষিণ যশপুরসহ আশপাশের ৪টি গ্রামের ৪০/৫০টি গরু চুরি হয়েছে।বিভিন্ন জায়গায় গরু চুরি হলে প্রায়শই হুদা মিয়া ও তার ছেলে আবদুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ