মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতি করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ডাকা লকডাউনে ধস নেমেছে ইউরোপের অর্থনৈতিক অঞ্চলে। চলতি বছরের প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ ধস দেখলো বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দেয়া এ অঞ্চলটি।-রয়টার্স
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বিভাগ ইউরোস্ট্যাট শুক্রবার এক বিবৃতিতে জানায়, করোনার কারণে গেলো বছরের শেষ প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ১৯টি দেশ নিয়ে গঠিত ইউরো অঞ্চলে মোট জিডিপি কমেছে ৩.৮ শতাংশ। তবে গেলো বছরের প্রথম প্রান্তিকের তুলনায় কমেছে ৩.২ শতাংশ।
প্রতিষ্ঠানটি জানায়, প্রান্তিক বিবেচনায় ১৯৯৫ সালের পর রেকর্ড পরিমাণ ধস দেখলো এ বছরের প্রথম প্রান্তিক। বার্ষিক আর্থিক বিবরণী বিবেচনায় এটি ২০০৯ সালের বড় কোন ধস। ২০০৯ সালের তৃতীয় প্রান্তিকে ৪.২ শতাংশ প্রবৃদ্ধি কমে যায়।
এদিকে, দেশ হিসেবে রেকর্ড পরিমাণ ধস দেখলো ফ্রান্স। প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি কমে যায় ৫.৮ শতাংশ। এর পরই ধসের তালিকায় অবস্থান করছে স্লোভাকিয়া ও স্পেন। এ দুটি দেশের প্রবৃদ্ধি যথাক্রমে কমেছে ৫.৪ এবং ৫.২ শতাংশ। করোনায় চরম বিপর্যস্ত ইতালির জিডিপি গেলো বছরের তুলনায় এবার প্রথম তিনমাসে কমেছে ৪.৭ শতাংশ। তবে গেলো বছরের শেষ প্রান্তিকে কমেছিলো মাত্র ০.১ শতাংশ।
এদিকে করোনার কারণে মার্চে রপ্তানিখাতে ইউরো অঞ্চলে ৬.২ শতাংশ ধস নামে। তবে গেলো বছরের তুলনায় এ প্রান্তিকে আমদানি কমে যায় ১০.১ শতাংশ। ফলে বৈদেশিক বাণিজ্যে এবার উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৮.২ বিলিয়ন ইউরোতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।