Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেজোড় রাতগুলোতে কদর তালাশ করতে হবে বায়তুল মোকাররমে খুৎবা পূর্ব বয়ানে পেশ ইমাম

গরীব-দু:খীদের মাঝে যাকাত-সদকা দিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ৪:২২ পিএম

মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতেই পবিত্র লাইলাতুল কদর তালাশ করেত হবে। কদর এমন একটি রাত যা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। কোনো ঈমানদার মুসলমান জীবনের সকল গুনাহ পবিত্র কদর রাতে মাফ করিয়ে নিতে পারেন। প্রত্যেক মুসলমানের একান্ত আকাঙ্খা থাকে পবিত্র কদর রাতের ফযিলত অর্জন করে নিষ্পাপ হওয়ার। আজ শুক্রবার বায়তুল মোকারর জাতীয় মসজিদে জুমার খুৎবা পূর্ব বয়ানে মসজিদের পেশ ইমাম মুফতি এহেসানুল হক জিলানী এসব কথা বলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদগুলোতে তৃতীয় জুমা আদায় করা হয়েছে। এক কাতার বাদ দিয়েই জুমার নামাজ আদায় করা হয়। সকাল থেকেই মসজিদগুলোর ধোয়া-মোছার কাজ সম্পন্ন করা হয়। অনেক মসজিদের প্রবেশ পথ ও অযুখানায় হাত ধোয়ার সাবান রাখা হয়। প্রত্যেক মুসল্লিকেই মাস্ক পড়ে মসজিদে যেতে দেখা যায়।

মুফতি এহেসানুল হক জিলানী বলেন, পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়ে লাইলাতুল কদর রাতে। তিনি বলেন, আল্লাহপাকের নির্দেশনা নিয়ে ফেরেশতাগণ ও জিব্রাঈল (আ.) এ পবিত্র রাতে অবতরণ করেন । আল্লাহ তা’আলার একমাত্র সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায় মাহের রমজানের শেষ রাতগুলোতে বেশি বেশি ইবাদ-বন্দেগি করতে হবে। তিনি করোনাভাইরাস মহামারী থেকে পরিত্রাণের জন্য শুধু স্বাস্থ্য রক্ষার আসবাবপত্রের প্রতি বেশি নির্ভরশীল না হয়ে আল্লাহপাকের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বেশি বেশি তাওবা-ইস্তিগফার পড়ার সাথে সাথে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

রাজধানীর উত্তর বাড্ডা সিদ্দিকীয় কামিল মাদরাসার মসজিদে জুমার খুৎবা পূর্ব বয়ানে মসজিদের খতীব মুফতি মুহিবুল্লা হিল বাকি নদভী পবিত্র কদরের রাতের ফযিলতের গুরুত্ব তুলে ধরে বলেন, মাহে রজমানের শেষ পর্যায়ে গরীব-দু:খীদের মাঝে যাকাত-সদকা দিতে হবে। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, জমিনের অধিবাসীদের প্রতি রহম করো তা’হলে আকাশে যিনি আছেন (মহান আল্লাহ) তিনি তোমাদের ওপর রহম করবেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার জন্য সকল মুসল্লিদের অনুরোধ জানান।

 



 

Show all comments
  • জাহিদুল ইসলাম ১৫ মে, ২০২০, ৪:৫৮ পিএম says : 0
    হে আল্লাহ আমরা যেন পবিত্র শবে কদর রাএিতে ইবাদ করতে পাই সেই তৌফিক আমাদের দিন আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কদর

১৮ জানুয়ারি, ২০১৯
৯ সেপ্টেম্বর, ২০১৬
৬ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ