Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে গাড়িতে আগুন, নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:৩৯ পিএম

পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ির ভেতরে ঢুকে ওয়েলডিং (ঝালাই) করার সময় আগুন ধরে দুজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়েলডিং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে একজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন, মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক মনির উদ্দিন (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জেদান আল মুসা। তিনি জানান, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিলে গাড়ির ভেতরে ঢুকে ওয়েলডিং (ঝালাই) করার সময় আগুন ধরে দুজন নিহত হন। আরেক গুরুতর আহত ব্যক্তিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ