Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ জুন থেকে সিরি ‘আ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৪ এএম

খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন করার অনুমতি আগেই দেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হবে দলীয় অনুশীলন। তাতে ইতালিতে ফুটবল লিগ সিরি আ ফের মাঠে ফেরার ইঙ্গিতটা ছিল স্পষ্ট। এবার সম্ভাব্য তারিখও ঘোষণা হয়েছে। আগামী ১৩ জুন থেকে শুরু হতে পারে বিশ্বের অন্যতম সেরা এ লিগ। এমন সংবাদই প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে লিগের সাধারণ সভায় অসমাপ্ত সিরি আর খেলার দিনক্ষণ ঠিক করে ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ। তবে সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আগামী ১৩ জুন থেকে ফের মাঠে গড়াবে সিরি আ।
করোনাভাইরাসে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালিতে। শীর্ষ ক্লাব জুভেন্টাসসহ বেশ কয়েকটি ক্লাবের খেলোয়াড়ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেও ফ্লোরেন্তিনার তিন খেলোয়াড় এবং তিন সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এছাড়া তোরিনোর এক খেলোয়াড়ও আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসের কারণে গত ৯ মার্চ থেকে ইতালিতে ফুটবল স্থগিত করা হয়। এর আগ পর্যন্ত টানা নবম লিগ শিরোপা জেতার পথে আছে জুভেন্টাস। যদিও এবার সিরি আয় প্রতিদ্ব›িদ্বতা হচ্ছে বেশ। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। এছাড়া ইন্টার মিলানও শুরুতে লড়াইয়ে ছিল।
লিগা ওয়ান বাতিল করে দিলেও ইউরোপের বাকি শীর্ষ সব লিগই মাঠে গড়ানোর পথে রয়েছে। আগামী ১৬ মে থেকে ফের ফুটবল মাঠে গড়ানোর সব কার্যক্রম সেরে ফেলেছে জার্মান বুন্দেসলিগা কর্তৃপক্ষ। ১২ জুন থেকে স্পেনেও ফুটবল মাঠে ফেরানোর ঘোষণা দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেভাজ। ১ জুন থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। পর্তুগালে লিগা এনওএস ফিরবে ৪ জুন। ২৮ মে থেকে শুরু হচ্ছে ডেনিস সুপারলিগা। এছাড়া এর মধ্যেই পোল্যান্ডে শুরু হয়েছে ফুটবল। ৪ মে থেকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ান কে-লিগ। চলছে বুরুন্ডি, তাইওয়ান, তুর্কমেনিস্তান, কোস্টারিকা ও নিকারুগুয়াতেও। আরও বেশ কিছু দেশ ফুটবল ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ