Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

২ কোটি ৭০ লাখ মার্কিনি স্বাস্থ্যবীমা হারাচ্ছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৫ এএম

প্রায় ২ কোটি ৭০ লাখ আমেরিকান নাগরিক তাদের কোম্পানির প্রদত্ত স্বাস্থ্যবীমা হারাতে পারেন। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এরই মধ্যে বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেক ছোট ছোট প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। এদিকে, বুধবার কায়সার ফ্যামিলি ফাউন্ডেশন এক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রায় ২ কোটি ৭০ লাখ আমেরিকান তারা যেসব প্রতিষ্ঠানে কর্মরত সেসব প্রতিষ্ঠান থেকে দেওয়া স্বাস্থ্যবীমার সুযোগ সুবিধা হারাতে পারেন। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে বহু মানুষ চাকরি হারিয়েছে। গত ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে চাকরি হারানোর দাবি করেছেন প্রায় ৩৮ লাখ মানুষ। পরবর্তী ছয় সপ্তাহে বেকারের সংখ্যা বেড়েছে তিন কোটির কাছাকাছি। যদিও এরমধ্যে টানা চার সপ্তাহ নতুন বেকারের সংখ্যা কমতে দেখা গেছে। বেতন সংক্রান্ত প্রতিষ্ঠান এডিপির হিসাবে, যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে বেসরকারি খাত থেকে চাকরি হারিয়েছেন অন্তত দুই কোটি মানুষ। মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের ধারণা, চলতি বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ যুক্তরাষ্ট্রের ১৫ শতাঙ্ক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারে, যা প্রথম প্রান্তিকের চেয়ে অন্তত চার শতাঙ্ক বেশি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ