মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের ডাকা পূর্ব-নির্ধারিত অনাস্থা ভোট পিছিয়ে দিয়ে আপাতত ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী তানসেরি মুহিদ্দিন ইয়াসিন। আগামী ১৮ মে এই ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা আপাতত হচ্ছে না বলে বুধবার জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার।
এ বিষয়ে এক বিবৃতিতে দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ আরিফ বলেছেন, ওইদিন শুধুমাত্র একটি বিষয়ে পার্লামেন্টে আলোচনা অনুষ্ঠিত হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ মহামারী পুরোপুরি শেষ না হওয়ায় মালয়েশিয়ার রাজার উদ্বোধনী ভাষণ ছাড়া পার্লামেন্টে কোনও বিষয় নিয়ে আলোচনা হবে না বলে স্পিকারকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মুহিদ্দিন।
সংসদের পরবর্তী অধিবেশন ১৩ জুলাই থেকে ২৭ আগষ্ট নির্ধারণ করা হয়েছে তবে আস্থা ভোটের জন্য কোনও তারিখ দেয়া হয়নি। এর প্রতিবাদ জানিয়ে মাহাথির ফেসবুকে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘সংসদের অধিবেশন করার অনুমতি দেয়া হয়নি, যার অর্থ মুহিউদ্দিনের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই।’ তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে একজন সংসদ সদস্য হিসাবে এমনকি কথা বলতেও আমাকে বাধা দেয়ার চেষ্টা করা হচ্ছে।’
গত সপ্তাহে দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ পার্লামেন্টে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বের প্রতি অনাস্থা ভোটের আহ্বান জানান। গত ফেব্রুয়ারিতে জোট গঠনে ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহাথির মোহাম্মদ। সংসদের আগামী অধিবেশন ১৩ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে অনাস্থা ভোটের ব্যাপারে কোনও তারিখ ঘোষণা করা হয়নি। ক্ষমতাসীন জোটের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সংসদে ২২২ সদস্যের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বর্তমান সরকারের। যে কারণে মাহাথিরের অনাস্থা ভোটের ডাক নিয়ে চিন্তিত নয় ক্ষমতাসীনরা।
মাহাথিরের একজন সহযোগী বলেছেন, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করবেন না সাবেক প্রধানমন্ত্রী। তবে বৃহস্পতিবার ফেসবুক লাইভে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম কথা বলবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির এবং বর্তমান বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। দুর্নীতির অভিযোগ থাকা বেশ কয়েকটি দলের সঙ্গে জোট বেঁধে রাজার পছন্দে গত মার্চে সরকার গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।