Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশি অনুজীববিজ্ঞানী সমীর সাহা ও সেজুঁতি সাহার প্রশংসায় বিল গেটস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১:১৩ পিএম

বাংলাদেশি অনুজীববিজ্ঞানী সমীর কুমার সাহা ও তার মেয়ে সেজুঁতি সাহার ফের প্রশংসা করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। নিজের ব্লগে (গেটস নোটস ডটকম) এ প্রশংসার কথা জানান। গত মঙ্গলবার কাউন্টার পাঞ্চ অনলাইন এ তথ্য প্রকাশ করে এবং গতকাল বুধবার এ নিয়ে বিশেষ রিপোর্ট করেছে টেকডটনেট।
বিল গেটস লিখিতভাবে জানান, ড. সমীর কুমার সাহা ও তার মেয়ে ড.সেজুঁতি সাহা ফের প্রমাণ করলেন তারা সেরা। করোনাভাইরাস তার চরিত্র (জিনোম) পাল্টায়, এ নিয়ে বিশ্বের উন্নত দেশের বিজ্ঞানীরা যেসময় উন্নত ল্যাবে গবেষণামগ্ন, তখন বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের সমীর ও সেজুঁতির নেতৃত্বে একদল বিজ্ঞানী জিনোম সিকোয়েন্সের রহস্য উদঘাটন করে জার্মানীর গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএইড)র কাছে তথ্য জমা দিয়েছেন। আমি সবসময় তাদের পাশে আছি। তারা সারা বিশ্বের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
এর আগেও বিল গেটস চলতি বছরের জানুয়ারি মাসে হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রশংসা করে ড. সমীর ও সেজুঁতিকে নিয়ে ‘গেটস নোটস ডটকম’এ লিখেছিলেন ‘তার প্রতিষ্ঠিত চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের টিকাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিশুদের বড় দুই ঘাতক মেনিনজাইটিস ও নিউমোনিয়ার টিকা ব্যবহারে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সহায়তা করছেন তিনি। যুক্তরাষ্ট্রসহ ধনী দেশগুলোতে এসব টিকা সহজলভ্য। এ টিকা পেয়ে আমরাও উপকৃত হয়েছি।স্বল্পোন্নত দেশ ও সম্পদশালী দেশগুলোর মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান কমাতে তারা বর্তমানে কাজ করছেন বলেও জানান।

 



 

Show all comments
  • Mohammed Faiz Ahmed ১৪ মে, ২০২০, ১:৪৩ পিএম says : 0
    জ্ঞানীদের নিয়ে আমাদের রাজনীতির শেষ নেই।আশা করি এদের নিয়ে রাজনীতি হবে না, তাদের কাজের জন্য সন্মান জানানো হবে, গন স্বাস্থের কিটের মত হবেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ