Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব নিলেন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

রাজধানীকে আধুনিক এবং সবার নগরী হিসেবে গড়ে তুলতে জনগণকে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির নগর ভবনে গতকাল বুধবার সীমিত পরিসরে এক অনুষ্ঠানে মেয়র পদে দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণের পর তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফা তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

ভার্চুয়াল এক ব্রিফিংয়ে আতিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যেমন সবাই এগিয়ে এসেছেন, তেমনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় আমি সবার সহযোগিতা কামনা করছি। মহামারি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ অনেক কার্যকর। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের তিন দিনে একদিন জমা পানি ফেলে দেয়ার আহবান জানান মেয়র।
মেয়র পদে আতিকুলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। একই দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগেরই প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর ২৭ ফেব্রুয়ারি তারা শপথ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ