Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ হয়েছে ১৬ লক্ষাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

বর্তমান বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। ইতোমধ্যেই কয়েক লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। তবে এর মধ্যে আশার কথা হচ্ছে, ১৬ লক্ষাধিক মানুষ করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৪২ হাজার ৮৪৯ জন। অপরদিকে মারা গেছে ২ লাখ ৯২ হাজার ৮৯৯ জন। তবে ইতোমধ্যেই প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ লাখ ২ হাজার ৭১৬ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন। এদিকে স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৫২০। তবে দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৮০ হাজার ৪৭০ জন। রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। দেশটি সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৩ হাজার ৫১২। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ২১৬। তবে দেশটিতে ১ লাখ ৯ হাজার ৩৯ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ