Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোকা তাড়ানোর স্প্রে দেয়া হয়েছে ব্রিটিশ সেনাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস থেকে সুরক্ষায় পোকামাকড় তাড়ানোর স্প্রে ব্যবহার করতে দেয়া হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীকে! শুনতে অবাক মনে হলেও দেশটির প্রতিরক্ষা সেক্রেটারি বেন ওয়লেস জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শেই সেনাবাহিনীকে পোকামাকড় তাড়ানোর এ স্প্রে দেয়া হয়েছে। আশা করা যায় এটি করোনাভাইরাস প্রতিরোধে ভালো ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘সার্জন জেনারেল জানিয়েছেন সিটরিওডিওল ভিত্তিক এ স্প্রে প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি। ফলে এটি মানব দেহের কোন ক্ষতি করবে না। তাই সৈন্যদের বলা হয়েছে পূর্বসতর্কতা হিসেবে এ স্প্রে ব্যবহার করবে তারা। এটি দেহে অতিরিক্ত একটি আস্তরণ তৈরি করবে। যা করোনা ঠেকাবে। তিনি আরো বলেন, ‘কমন্স ডিফেন্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান টোবিয়া এলউড আমাকে এক চিঠিতে এটি ব্যবহারের বিষয়ে নিশ্চিত করেছেন। ইতিপূর্বে সার্স ভাইরাসের বিরুদ্ধে এটিকে কার্যকর পাওয়া গেছে। ফলে একইভাবে করোনার বিরুদ্ধেও দেহে এ স্প্রে আলাদা একটি দেয়াল তৈরি করবে।’ তবে গণমাধ্যম এটি এখনও নিশ্চিত হতে পারেনি, সেনাবাহিনীর কত সদস্য এ স্প্রে ব্যবহার করছে এবং তা থেকে তারা উপকৃত হয়েছে কি না। ইভনিং স্ট্যান্ডার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ