Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নিতে রকেট-লঞ্চার-রাইফেল নিয়ে রাস্তায় অবস্থান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৩:১০ পিএম

বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত কয়েকমাস ধরে লকডাউনে থাকতে থাকতে বিরক্ত মার্কিনীরা। দীর্ঘদিন ঘরবন্দি থেকে ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে বিরক্ত হয়ে উঠেছেন অনেক মার্কিন নাগরিক। দেশটির নানা জায়গায় এরই মাঝে লকডাউন বিরোধী বিক্ষোভ, সমাবেশও হয়েছে। অনেকেই অনেকভাবে এর প্রতিবাদ জানাচ্ছেন।
এবার এই প্রতিবাদে যোগ হয়েছে ভিন্ন আরেক মাত্রা। সম্প্রতি বেশ কিছু মার্কিন নাগরিক লকডাউনের প্রতিবাদে রকেট, লঞ্চার, বন্দুকসহ নানান অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েন। নিজেদের স্বাধীনতা উপভোগের দাবিতে তারা এটি করেছেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
রাস্তায় নেমে, শুধু হাঁটা নয়। স্যান্ডউইচ খেতেও দেখা যায় দলটিকে। ১১ সদস্যবিশিষ্ট দলটির বক্তব্য, ´এটা প্রতিবাদ নয় কখনোই। বলতে পারেন জমায়েত। একজন আমেরিকান হিসেবে ভগবান প্রদত্ত স্বাধীনতাকে সমর্থন জানাতেই আমরা পথে নামি।´
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লকডাউন বিরোধীরা জানান, তাজা বাতাস প্রাণভরে শ্বাস নিতে, সূর্যের আলো গায়ে মাখতেই আমরা পথ হেঁটেছি। আমরা শান্তিপূর্ণ একটি দল। যে কোনও মূল্যে এই শান্তি ধরে রাখতে চাই। আমরা লড়াই চাই না। বরং উল্টোটাই চাই। মুখে হাসি বজায় রেখে, হাতে হাত মিলিয়ে, বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ আমরা চাই।
অস্ত্র নিয়ে এভাবে প্রকাশ্য রাজপথে মহরা দেওয়ার কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে পড়ে মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ