Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে প্রায় ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১:৩৫ পিএম

প্রতিদিন সংবাদকর্মীদের করোনাভাইরাসের আক্রান্তে খবর আসছে। ইতোমধ্যে কয়েকটি পত্রিকা অফিসের হেড অফিস লকডাউন করা হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন সাংবাদিক।

ক্রমেই করোনায় আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত অন্তত ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিন সাংবাদিক।

এপ্রিলের শুরুর দিকে প্রথম একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের করোনা শনাক্ত হয়। এরপর ক্রমশ এ সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ শীর্ষক ফেসবুক গ্রুপের তথ্য অনুযায়ী, গতরাত পর্যন্ত একশ’ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। আক্রান্ত সাংবাদিকদের অনেকের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত।
সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন।

সাংবাদিকদের কয়েকটি সংগঠন সদস্যদের করোনা টেস্টের ব্যবস্থা করেছে। কিন্তু সার্বিকভাবে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার বিশেষ কোনো ব্যবস্থা নেই। কয়েকজন সাংবাদিক যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন। এছাড়া, অন্যান্য পেশার যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা ঝুঁকিভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও সাংবাদিকরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সুবিধা পাননি।



 

Show all comments
  • jack ali ১৩ মে, ২০২০, ১:৪৭ পিএম says : 0
    May Allah [SWT] cure all the Journalist from corona virus. Ameen
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ১৩ মে, ২০২০, ২:০১ পিএম says : 0
    গোটা বিশ্বকে নাড়া দিয়ে জানান দিয়ে দিল করোনাভাইরাস।পৃথিবির সকল শক্তি যেন এখনও পরাভূত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদকর্মী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ