Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পাস পায়নি সংবাদকর্মীরা

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বেশিরভাগ দায়িত্বশীল মিডিয়ার সংবাদকর্মীরাই স্টেডিয়ামে প্রবেশের জন্য বরাদ্দকৃত পাস দেয়া হয়নি। ফলে স্টেডিয়ামে প্রবেশেই সংবাদকর্মীদের গলদঘর্ম হতে হয়। প্রবেশের পর আবার কথিত মিডিয়া বক্সে বসার জন্য চেয়ার না থাকায় বেশিরভাগ সংবাদকর্মীকেই এক পায়ে দাঁড়িয়ে থেকে সংবাদ সংগ্রহ করতে হয়। এসব ঘটনায় সাংবাদিকরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া এহসান আহমেদ অমিত ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরীর একগুঁয়েমি ও দায়িত্বজ্ঞানহীন আচরণে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন। কেন কার্ড ইস্যু হয়নি এ বিষয়ে প্রশ্ন করলে তিনি স্বভাবসুলভ অসৌজন্যমূলক আচরণ শুরু করে দেন। এ সময় তিনি স্থানীয় কয়েক সংবাদকর্মীর তোপের মুখেও পড়ে কথিত মিডিয়া বক্স থেকে চম্পট দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাস পায়নি সংবাদকর্মীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ