বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিজের ফেইসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দুই ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের সংবাদকর্মী আবুল হাসনাত। তার বাড়ি ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের রাজাপুর গ্রামে।
এর আগে শনিবার গভীর রাতে (শুক্রবার দিবাগত রাত) তিনি ফেইসবুকে লিখেন, ’আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।’
আবুল হাসনাতের করোনার উপসর্গ ছিল। তিনি জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনার কিছু সময় পর তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শুক্রবার দিবাগত রাত (শনিবার) ২টা ১০ মিনিটের দিকে প্রচন্ড শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে আবুল হাসনাত চাঁদপুর সদর হাসপাতালে আসেন। আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর রাত ২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। তার নমুমনা সংগ্রহ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ চৌধুরী জানান, মৃতের উপসর্গ থাকায় তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
উল্লেখ্য, আবুল হাসনাত হাসেম প্রেসক্লাব ফরিদগঞ্জের দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী গুণিজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।