মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্পেনে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুহার গত দুই মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। এর ফলে সেখানে লকডাউন ধীরে ধীরে শিথিল করে দেয়া হচ্ছে।
স্পেন সরকার সরকার ৪ ধাপে লকডাউন শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার থেকে ইউরোপের অন্যতম কঠোর এই লকডাউন শিথিল করা শুরু হয়েছে। এ বিষয়ে সেন্ট্রাল সেভিলের একটি ক্যাফের ওয়েট্রেস মার্টা কন্ট্রেরাস বলেন, ‘আমি খুব খুশি, আমি সত্যিই কাজ করতে চেয়েছিলাম। আমাদের দু’মাস বন্ধ ছিল।’ তবে মহামারিতে বেশি ক্ষতিগ্রস্থ মাদ্রিদ এবং বার্সেলোনার মতো শহরগুলোতে লকডাউন জারি আছে এবং ক্যাফের জন্য জনপ্রিয় রাজধানীর পুয়ের্তা দেল সোল চত্বর বন্ধ রাখা হয়েছে। লকডাউন শিথিলে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, সর্ব্বোচ্চ ১০ জন একত্রিত হতে এবং তাদের প্রদেশের চারপাশে অবাধে চলাচল করতে পারে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে জানা গেছে, সোমবার করোনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। গত ৭ সপ্তাহের মধ্যে এই সংখ্যা সবচেয়ে কম। আগেরদিন রোববার এই সংখ্যা ছিল ১৪৩। এপ্রিলের শুরুতে দেশটিতে একদিনে সর্বাধিক ৯৫০ জনের মৃত্যু হয়েছিলো। মঙ্গলবার পর্যন্ত স্পেনে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ২৭ হাজার মানুষের। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।