Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১২:০২ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলার গতকাল সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাজিতপুর ইউনিয়নের পূর্ব মোল্লাকান্দি গ্রামের রাজ্জাক হাওলাদার ও সাহাবুদ্দিন বেপারীর মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
নারীসহ অন্তত ১১ জন আহত হয়। আহতরা হলেনÑ জাফর হাওলাদার (৪৭), শাহীন বেপারী (২৫) সুমন বেপারী (৩২), ভুলু বেপারী (৫৩), কামাল হাওলাদার (৪৪), লুৎফর বেপারী (৪০), কালাম বেপারী (৬৬), নজু বেপারী (৩৬), রিয়াজ হাওলাদার (৩৪), তানিয়া বেগম (৩৪) ও আবুল বেপারী (৫৪)।

রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আহতদের মধ্যে তানিয়া ও আবুল বেপারীকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাজৈর থানার ওসি খন্দকার শওকত জাহান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ