Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসিতে ৮টি মোবাইল কোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ৯:৫৩ পিএম

এডিস মশার লার্ভা পাওয়ায় আজ ভবন মালিকদের ১৬ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পরিচালিত মোবাইল কোর্ট।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রতিরোধে ডিএনসিসি আজ নগরীতে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএনসিসি’র অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম মিরপুরে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ১১ টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং ১ টিতে এডিস মশার লার্ভার অস্তিত্ব খুঁজে পেলে ৫ হাজার জরিমানা করেন।

অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ওয়ার্ড-২১ এর বাড্ডার “ক” ব্লক ও মধ্যবাড্ডা এলাকায় মোট ৮টি অভিযান পরিচালনা করেন। এসময় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ৫টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া ৭ টি প্রতিষ্ঠানকে এডিস মশার বংশ বিস্তার সম্পর্কে সচেতন করা হয়েছে এবং ১ টি প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান করা হয়েছে।

এদিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন গুলশান-১ ও গুলশান-২ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় একাধিক নির্মানাধীন ভবনে প্রচুর ময়লা আবর্জনা ও এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেয়া হয় এবং ২ টি নির্মানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় তাদেরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ