মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লকডাউন উপেক্ষা করে আবারও পুরোনো রূপে ফিরছে পাকিস্তান। সোমবার করাচির একটি মার্কেটের সামনের চিত্রলকডাউন শিথিল করাার পরই সোমবার পাকিস্তানের বিভিন্ন শহরে ফিরে এসেছে সেই আগের চিত্র। রাস্তায় গাড়ির বাম্পারের সঙ্গে আরেক গাড়ির বাম্পার।
দীর্ঘ সারি। ট্রাফিক যানজট এক প্রকট আকার ধারণ করে। বিভিন্ন শহরে কেনাকাটা করতে মানুষ ছুটতে থাকে মার্কেট থেকে মার্কেটে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। এর আগে সরকার ঘোষণা দেয়, অর্থনীতিতে স্বস্তি আনার জন্য সরকার ধীরে ধীরে লকডাউন প্রত্যাহার করবে। তবে গণপরিবহন এখনও চলাচলের অনুমতি দেয়া হয় নি।
খুলে দেয়া হয়েছে শিল্প কারখানা ও অফিস। অনলাইন ডনে এ খবর প্রকাশিত হয়েছে। করাচিতে তৈরি পোশাকের বিক্রেতা মুহাম্মদ সাত্তার বলেছেন, প্রায় দু’মাস পরে সোমবারই দোকান খুললাম। এরই মধ্যে ঋণখেলাপি হয়ে গেছি।
কর্মীদের বেতন বকেয়া পড়েছে। তবে লকডাউন শিথিল করায় সেই অবস্থার কিছুটা উন্নতি হবে, যদিও করোনা পরিস্থিতি এখনও পাকিস্তানে নিয়ন্ত্রণে আসে নি। এখানে প্রতিদিনই সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ছে। জন হপকিন্স ইউনিভার্সিটির ডাটা অনুযায়ী, ৩২,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭০৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।