মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতালী ও ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ স্থান অর্জন করেছে রাশিয়া। সরকারী হিসাবে দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন। সংক্রমণের দিক থেকে তাদের চেয়ে এগিয়ে রয়েছে কেবল স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার মস্কোতে গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের একই মাসে মৃত্যুর হার মারাত্মকভাবে বেড়ে গেছে। এছাড়া নতুন করোনাভাইরসের কারণে মৃত্যুর সরকারি যে হিসাব দেয়া হয়েছে, সত্যিকার সংখ্যা তার চেয়েও বেশি হবে। রোববারে প্রকাশিত উপাত্তে দেখা গেছে, এপ্রিলে মস্কোতে ১১ হাজার ৮৪৬ জনের মৃত্যুর নিবন্ধন করা হয়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় যা ১৮ শতাংশ বেশি। এই মাসে কোভিড-১৯ রোগেও বড় সংখ্যক মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ। রোববার মস্কো টাইমসে প্রথম এই উপাত্ত প্রকাশ করা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।