Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় ১৫ লাখ করোনামুক্ত আক্রান্ত ৪২ লক্ষাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।বৈশ্বিক এই মহামারী ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। তবে ইতিবাচক খবর হচ্ছে করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের প্রায় ১৫ লাখ মানুষ। তারা এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন। করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৬ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৯৫৭ জন। তাদের মধ্যে বর্তমানে ২৪ লাখ পাঁচ হাজার ৬৯৫ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৩৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সংগৃহীত তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজারের বেশি। যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। মোট আক্রান্তের চার ভাগের এক ভাগ মানুষ যুক্তরাষ্ট্রের। আর মোট মৃত্যুর মধ্যে এক তৃতীয়াংশ মৃত্যুও দেশটিতে হয়েছে। বিশেষজ্ঞরা হুশিয়ার করে বলেছেন যে, আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি। কারণ অনেক দেশে পরীক্ষার হার অনেক কম হওয়ায় তথ্যে ঘাটতি সৃষ্টি করছে। স্পেনের মতো কিছু কিছু দেশে মৃত্যুর সংখ্যা নিয়মিতভাবে কমছে। তবে শঙ্কা রয়েছে যে, লকডাউনের শর্ত শিথিল করার কারণে “দ্বিতীয় দফায়” সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সেই সাথে, মহামারি বৈশ্বিক বাজার এবং সাপ্লাই চেইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনামুক্ত

৪ নভেম্বর, ২০২১
২৪ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ