Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘর থেকে বেরিয়ে কোভিড-১৯ হাওয়ায় শ্বাস নিতে চান ম্যাডোনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২০, ১২:০৩ এএম

সবার মত গায়িকা ম্যাডোনাও এই করোনাভাইরাস মহামারিতে চার দেয়ালে আবদ্ধ আছেন। তিনি তার ইনস্টাগ্রাম পেইজের মাধ্যমে নিজের কোয়ারেন্টিন ডিজিটাল ডায়েরি আপডেট দিচ্ছেন নিয়মিত তার ব্যতিক্রমী পোস্টগুলো মাঝে মাঝে সংবাদ মাধ্যমে আলোচনায় আসছে। এক ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি জানিয়েছেন তিনি পরীক্ষায় করোনাভাইরাস অ্যান্টিবডি পজিটিভ, তার মানে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরে উঠেছেন আর তাই ঘর থেকে বেরিয়ে তিনি কোভিড-১৯ বাতাসে শ্বাস নিতে চান। ম্যাডোনা লিখেছেন : “কয়েকদিন আগে টেস্ট করিয়েছি, দেখলাম আমার শরীরে অ্যান্টিবডি আছে। তাই আমি গাড়িতে করে লঙ ড্রাইভে বেরিয়ে পড়ত চাই, জানালার কাঁচ নামিয়ে দেব আর কোভিড-১৯ বাতাস শ্বাস নেব। হ্যাঁ, আমি সূর্য দেখতে চাই।” এক ভক্ত মন্তব্য করেছে : “আপনি করোনাভাইরাস আক্রান্ত হয়ে সেরে উঠেছেন (আপনার শরীরে অ্যান্টিবডি আছে বলে), কিন্তু পরীক্ষার ফল ১০০ শতাংশ সঠিক নাও হতে পারে। আরেকবার পরীক্ষা করে নিন।” ম্যাডোনার মন্তব্যে অন্যদিকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত হয়ে সেরে উঠলে শরীরে অ্যান্টিবডি থাকে তবে এমনটা নিশ্চিত করে প্রমাণিত নয় যে সুস্থ হয়ে ওঠা মানুষটি আরেকবার আক্রান্ত হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোভিড-১৯


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ