মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লকডাউন মানছে না লন্ডনে লোকজন। এতে বিপাকে পড়েছে সেখানকার পুলিশ। লোকজন পার্কে পিকনিক করছে, পিজ্জা, বিয়ার, ওয়াইন খাচ্ছে। সম্প্রতি পার্কে লোকজনের এমন কিছু ছবি টুইট করেছে লন্ডনের পুলিশ।
এক টুইট বার্তায় বলা হয়েছে, পার্কে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে পুলিশকে। কারণ লোকজন লকডাউন মানতেই চাইছে না। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রীনউইচ পার্কে দেখা গেছে পুলিশ টহল দিচ্ছে।
সেখানে লোকজন রোদে বসে গল্প-গুজব করছে। পুলিশ তাদের পার্ক ছেড়ে বাড়ি যেতে বললেও লোকজনকে সেখান থেকে সরানো যাচ্ছিল না। পুলিশের কথা কানে তুলছে না কেউ।
এদিকে, রোববার সন্ধ্যায় দেশজুড়ে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনা ব্যক্ত করার বিষয়ে ঘোষণা দেওয়ার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে এক ঘোষণায় তিনি বলেছিলেন যে, তার আশা সোমবার থেকেই কিছু কড়াকড়ি শিথিল করা যাবে। তবে কোন কোন ক্ষেত্রে কড়াকড়ি তুলে নেওয়া হতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।