Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাবলিগ জামাতের ২৪৪৬ সদস্যকে ছেড়ে দেয়ার নির্দেশ দিল্লির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৪:১৯ পিএম

ভারতের দিল্লি সরকার তাবলিগ জামাতের দুই হাজার ৪৪৬ সদস্যকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে সমস্ত জেলা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশসহ তাঁরা তাদের বাড়ি ছাড়া যাতে অন্য কোথাও না অবস্থান করেন তাও নিশ্চিত করতে বলেছে। গতকাল (শনিবার) সন্ধ্যায় দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) প্রধান নির্বাহী কর্মকর্তা কেএস মীনা এসংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।
জেলা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশে দিল্লির মারকাজের অনুষ্ঠানে অন্যান্য রাজ্য থেকে অংশ নেওয়া জামাতের প্রতিনিধিদের তাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অবশ্য বলেন, গত মার্চ মাসে, দিল্লির নিজামুদ্দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া ৫৬৭ বিদেশি পুলিশকে হস্তান্তর করা হবে। সরকারি এক কর্মকর্তা বলেন, ‘ভিসা লঙ্ঘনের মতো বিভিন্ন বিধি লঙ্ঘনের জন্য তাদের (বিদেশি তাবলিগ জামাত সদস্য) পুলিশের হাতে হস্তান্তর করা হবে।’
সম্প্রতি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করা এবং যাদের মধ্যে করোনা ধরা পড়েনি এমন তাবলিগ জামায়াত সদস্যদের বাসায় ফেরার কথা বলেন।
শনিবার দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দিল্লি বাদে অন্য জায়গার বাসিন্দাদেরকে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী তাঁদেরকে ছেড়ে দিতে কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেরোনোর জন্য পাস দেওয়ার কথা বলেছেন। কিন্তু কোনও অবস্থাতেই উল্লেখিত ব্যক্তিদের মসজিদসহ অন্য কোনও স্থানে থাকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
দিল্লির তাবলিগ জামাতের মারকাজে কর্মসূচিকে কেন্দ্র করে একশ্রেনির গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় করোনা ছড়ানোর জন্য তাবলিগ সদস্যদের দায়ী করা হয়। তাবলিগের কিছু সদস্য করোনা আক্রান্ত হলেও গণমাধ্যমের ওই অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাবলিগ সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয় এবং তাঁদের করোনা পরীক্ষা করা হয়। এবার তাঁদের মধ্যে থেকে যাদের করোনা ধরা পড়েনি এমন ২ হাজার ৪৪৬ সদস্যকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ