Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস: চীনে নতুন করে আক্রান্ত ১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০৯ পিএম

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে শনিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। চীনের ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। ২৮শে এপ্রিলের পর এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ সেখানে। এর মধ্যে দু’জন দেশের বাইরে থেকে সংক্রমণ বহন করেছেন। বাকি ১২ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১১ জনই উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের অধিবাসী। তবে করোনা সদৃশ রোগে আক্রান্ত হয়েছেন নতুন করে ২০ জন। ১লা মে’র র এই সংখ্যা সর্বোচ্চ।

একদিন আগে এ সংখ্যা ছিল ১৫। কমিশনের মতে নতুন করে কেউ মারা যান নি করোনা ভাইরাসে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ৯ই মে পর্যন্ত চীনে সরকারি হিসেবে অনুযায়ী করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৮২,৯০১। মারা গেছেন ৪৬৩৩জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ