Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১১:৪২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের পরিসংখ্যান বিষয়ক ওয়েব সাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ হাজার ৩৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১,৪২২ জন। এছাড়া ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২৫ হাজার ৫২৪ জন।

করোনা ভাইরাসে মৃত্যুর পাশাপাশি শনাক্তের সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রিটেন। সেদেশে মারা গেছে ৩১ হাজার ৫৮৭ জন। শনাক্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ২৬০ জন।

করোনাভাইরাসে (কোভিড ১৯) বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত ৪১ লাখ ৭২৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে প্রাণ গেছে দুই লাখ ৮০ হাজার ৪৩১ জনের।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ