মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, বিশ্বজুড়ে শেষ ২৫ দিনেই অর্থাৎ ১৫ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ এবং এসংখ্যা গড়ে প্রতিদিন ৮০ হাজারে দাঁড়িয়েছে। এছাড়া গত শনিবার এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।-সিএনএন
রোববার এ তথ্য দিয়েছে সিএনএন অনলাইনে। এ সময় পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে প্রাণ গেছে দুই লাখ ৭৮ হাজার ৭৫৬ জনের। গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় পর্যালোচনা করে বলছে , ক্রমশ মৃত্যু সংখ্যা দ্বিগুণকে ছাড়িয়ে যাচ্ছে।
করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৭ হাজার ৬৭৬। মৃতের সংখ্যার দিক থেকেও শীর্ষে আছে মহা পরাক্রমশালী এই দেশটি। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে রয়েছে যুক্তরাজ্য (৩১,৬৬২), ইতালি (৩০,৩৯৫), স্পেন (২৬,৪৭৮) ও ফ্রান্স (২৬,৩১৩)। যে চীনে করোনাভাইরাসের উৎপত্তি, সেখানে আক্রান্তের সংখ্য ৮৩ হাজার ৯৭৬। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪,৬৩৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।