গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান (৫০)। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য করোনায় দুদক কর্মকর্তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনা ভাইরাস সংক্রমণে মারা গেলেন দুদকের দুইজন কর্মকর্তা। এর আগে মারা যান দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান।
দুদক সূত্র জানান, প্রধান সহকারী খলিলুর রহমান ঢাকায় মানিক নগরের বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। টেস্টে তার করোনা পজেটিভ ধরা পড়ে।
অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। খলিলুর রহমানের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।