Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ারেন্টিনে এফডিএ প্রধান

সিএনএন | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় ১৪ দিনের জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেলেন মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিএ) প্রধান স্টিফেন হান। ওষুধ প্রশাসনের মুখপাত্র মাইকেল ফেলবারবাউম বলেছেন, ওই কর্মকর্তা নিজেই কোয়ারেন্টিনে যাওয়ার খবর এক লিখিত বার্তায় প্রশাসনকে জানান।
কমিশনারের কোয়ারেন্টিনে যাওয়া নিয়ে এক বিবৃতি দিয়েছেন ফেলডারবাউম। তিনি বলেছেন, ‘স্টাফদের কাছে ডা. হানের একটি লিখিত বার্তা এসেছে। তিনি জানিয়েছেন, সম্প্রতি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে গেছেন তিনি।’

সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নীতিমালা অনুযায়ী এখন হানকে পরের দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। তার শরীরে করোনা ধরা পড়েনি জানান প্রশাসনের ওই মুখপাত্র, ‘তাৎক্ষণিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে এবং ফল এসেছে নেগেটিভ।’ হান কার সংস্পর্শে গেছেন, তা জানায়নি এফডিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ