Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে একদিনে ১৩ জনের করোনা জয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৯:৩৪ পিএম

চট্টগ্রামে একদিনেই করোনা জয় করে বাড়ি গেলেন আরও ১৩ জন। শনিবার আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল থেকে ৯ জন এবং ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে ছাড়পত্র পান আরও ৪ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পরপর দুইবার কোভিড-১৯ পরীক্ষায় এ ১৩ জনের ফলাফল নেগেটিভ আসে। সুস্থ থাকায় তাদের ছাড়পত্র দেয়া হয় এবং সকলেই বাড়ি ফিরেছেন। তবে বাড়ি ফেরা সকলেই নিজ গৃহে আরও ১৪দিন কোয়ারেন্টাইনে থাকবেন।
শনিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২০৭ জন। এদের মধ্যে ৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ১৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ