Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়ি’র ব্যবসায়ীদের ঘোষণা করোনায় সব দোকান শপিং মল বন্ধ থাকবে

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৯:৩২ পিএম

করোনা ভাইরাস পরিস্থিতি বৃদ্ধিতে উদ্বিগ্ন ফটিকছড়ি উপজেলার সব ব্যবসায়ী সমিতি স্থানীয় এমপির আহবানে সাড়া দিয়ে ফটিকছড়ি’র সব দোকান-পাট; শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে মর্মে যৌথ ঘোষণা দিয়েছে। শনিবার (৯ মে) বিকেলে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত ব্যবসায়ী প্রতিনিধিদের এক যৌথ জরুরী মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি ও চৌদ্দ দলীয় জোট নেতা তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় আরো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার, ভূজপুর থানার সেকেন্ড অফিসার শাহদাৎ হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি দিদারুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক শফিউল আলম দুলাল, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, হেঁয়াকো বাজার ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আজাদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, নারায়ণহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার আবু তাহের চৌধুরী, নানুপুর বাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম জাফর, ভূজপুর কাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মুরাদুল ইসলাম প্রমুখ।
সভায় যৌথ ঘোষণায় বলা হয়- সারা বাংলাদেশের মতো ফটিকছড়িতেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। তাই ফটিকছড়ি সংসদীয় আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর আহবানের পরিপ্রেক্ষিতে ফটিকছড়ি উপজেলার ৪৩টি ছোট-বড় হাট-বাজারের শপিং মল; মার্কেট ব্যবসায়ীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা ঘোষণা করছি যে, বর্তমান পরিস্থিতিতে ফটিকছড়ি উপজেলাকে করোনা ভাইরাস মুক্ত রাখতে ও তার বিস্তার রোধকল্পে সরকারের পূর্ববর্তী নির্দেশনা মোতাবেক ঔষধ, খাদ্যদ্রব্য, মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং, কাঁচা বাজার, কিটনাশক, সার, গ্যাস সিলিন্ডার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্য সব দোকান-পাট ১০ মে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হলো। এ অনুমোদিত দোকান-পাট সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত এবং ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে। এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত বলবৎ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ