Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের সমর্থন চায় উজবেকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ১২:০২ এএম

মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ উজবেবিস্তান তার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে করাচি ও গোয়াদার বন্দর ব্যবহারের লক্ষ্যে কোয়াড্রিল্যাটারাল ট্রাফিক অ্যান্ড ট্রানজিট এগ্রিমেন্ট (কিউটিটিএ)-এ যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সমর্থন চেয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা রাজাক দাউদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সিংয়ে উজবেকিস্তানের উপ প্রধানমন্ত্রী সরদার উমুরজাকভ এই আনুষ্ঠানিক প্রস্তাব দেন। ইসলামাবাদের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানে নিযুক্ত উজবেক রাষ্ট্রদূত ফারুক সিদিকভ উপস্থিত ছিলেন। কিউটিটিএ হলো পাকিস্তান, চীন, কিরঘিজিস্তান ও কাজাখস্তানের মধ্যে একটি ট্রানজিট বাণিজ্য চুক্তি। পণ্য ও যাত্রী চলাচলের সুবিধার্থে এই চুক্তি করা হয়। চায়না-পাকিস্তান ইকনমিক করিডোরের সড়ক প্রকল্পগুলো চীন ও মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোকে পাকিস্তানের বন্দরগুলোতে প্রবেশ সুবিধা দেবে। অনুরোধের জবাবে দাউদ জানান যে কিউটিটিএ-তে উজবেকিস্তানের অন্তর্ভুক্তিকে সমর্থন দেবে পাকিস্তান। এই চুক্তির কেন্দ্রে রয়েছে পাকিস্তান। এটা হলো আফগানিস্তানকে এড়িয়ে কারাকোরাম হাইওয়ে ধরে চীনের মধ্য দিয়ে মধ্য এশিয়ার দেশগুলোতে পৌছানোর উপায়। ডন, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ