মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক সাফল্য দেখানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বিশেষ দ‚তের মাধ্যমে শি’র কাছে পাঠানো এক মৌখিক বার্তায় এ প্রশংসা করেন। চীনের কারণে গোটা বিশ্বকে করোনা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে বলে যখন বিভিন্ন মহল থেকে বিস্তর অভিযোগ উঠছে তখন উল্টো চীনের প্রশংসা করলেন কিম। তিনি শি জিনপিংকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া অসুস্থতা ও মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে জনসম্মুখে এসেই বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন কিম জং উন। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বর্ষপূর্তিতে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ওই চিঠিতে করোনা মোকাবেলায় রাশিয়ার সফলতাও কামনা করেন কিম শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই খবর নিশ্চিত করেছেন। অপরদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে মেডেল দিয়ে সম্মানিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিম পরিবারের অবদান ও পরবর্তী সময়ে এর চেতনা ধরে রাখার কৃতিত্ব স্বরূপ কিম জং উনকে সম্মানিত করলো রাশিয়া। তবে মহামারির কারণে ওই অনুষ্ঠানে সরাসরি কেউ উপস্থিত ছিলেন না। কিমকে সম্মানিত করার বিষয়টি জানিয়েছে পিয়ংইয়ং-এ থাকা রুশ দূতাবাস। কেসিএনএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।