Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে আসা সব বিমানযাত্রীকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৫:০৬ পিএম

যুক্তরাজ্যে আগত সমস্ত বিমানযাত্রীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার এই ঘোষণা করতে যাচ্ছেন বলে সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ থেকে ফিরে আসা ব্রিটিশরা সহ বিমানবন্দরে আগত সকল দেশের যাত্রীদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। যাত্রীরা আগমনের পরে কোথায় কোয়ারেন্টিনে থাকবের সেই ঠিকানা প্রদান করতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আয়ারল্যান্ড, চ্যানেল দ্বীপপুঞ্জ এবং আইল অফ ম্যান থেকে আসা যাত্রী ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহকারী ট্রাক চালকদের ছাড় দেয়া হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ আগত সবাইকে পরীক্ষা করবে এবং কাউকে নিয়ম ভঙ্গ করতে দেখা গেলে তাকে এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা, এমনকি নির্বাসন দেয়া হতে পারে। দ্য টাইমস জানিয়েছে, আগতদেরকে কোয়ারেন্টিনের সময় কোথায় থাকার পরিকল্পনা করেছেন তার বিশদ সহ একটি ডিজিটাল ফর্ম পূরণ করতে হবে।

সরকারের উৎসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবস্থাগুলো ‘প্রতিক্রিয়াটির পরবর্তী পর্যায়ে যাওয়ার সাথে সাথে ভাইরাস সংক্রমণ হ্রাস করতে সহায়তা করবে।’ জুনের শুরুতে এই পদক্ষেপ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

জনসন পরবর্তী সপ্তাহে ব্রিটেনের করোনাভাইরাস লকডাউনটি খুব সীমিতভাবে শিথিল করার ঘোষণা দেবেন। সংক্রমণ যাতে দ্বিতীয়বার না ছড়ায় তা নিশ্চিত করার জন্য সতর্ক দৃষ্টিভঙ্গি অবলম্বন করা হবে। ব্রিটিশ এভিয়েশন মন্ত্রী কেলি টোলহার্স্ট এ বিষয়ে পরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ