Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ইউপি সচিবসহ দুই জন করোনায় আক্রান্ত

মতলব উত্তর(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ৩:২৫ পিএম

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ইউপি সচবিসহ দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার দুপুরে সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ ইসমাইল। করোনায় আক্রান্ত দুই রোগী,এক রোগীর স্ত্রীকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চাঁদপুর সদরে আইসোলেশনে রাখা হয়েছে। মতলব উত্তর উপজেলার নমুনা পরীক্ষায় ৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, কলাকান্দা ইউনিয়নের সচিব শ্যামল চন্দ্র করোনার উপসর্গ নিয়ে ৪ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে আইসোলেশনে রাখা হয়। সন্দেহভাজন রোগী হিসেবে ৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শনিবার(৯এপ্রিল) তার পরীক্ষার রেজাল্ট করোনা পজেটিভ। তার বাড়ী চাঁদপুর সদও উপজেলায়। তার ইচ্ছা অনুযায়ী তাকে চাঁদপুর সদরে আইসোলেশনে রেফার করা হয়।
মরাধন গ্রামের ইসমাইল হোসেন টিটুর করোনা উপসর্গ দেখা দিলে সন্দেহভাজন রোগী হিসেবে ৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শনিবার(৯এপ্রিল) তার পরীক্ষার রেজাল্ট করোনা পজেটিভ। ইসমাইল হোসেন টিটু ও স্ত্রীকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আইসোলেশনে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ