মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস নিয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনো ভ্যাকসিন ছাড়াই নভেল করোনাভাইরাস বিদায় নেবে।
চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন মন্তব্য করেছেন বলে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘এ ভাইরাস চলে যাওয়ার জন্য আমাদের একটা ভ্যাকসিনও লাগবে না। আমি শুধু চিকিৎসকদের কথার ওপর নির্ভর করি।’
করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে হোয়াইট হাউসে আলাপকালে স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভ্যাকসিন নিয়ে আমার অনুভূতি হলো : এটা (করোনাভাইরাস) কোনো ভ্যাকসিন ছাড়াই চলে যাবে। একটা সময় পর, এটা চলে যাবে এবং আশা করি, আমরা একে আর কখনো দেখব না।’
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৩ লাখ ২২ হাজার ১৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে দুই লাখ ২৩ ৭৪৯ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৮ হাজার ৬১৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।