পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনসহ সাংবাদিক কাজলের নিখোঁজ হওয়ার তথ্য জনসম্মুখে উন্মোচন করার দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবিও জানানো হয়েছে।
বিভিন্ন ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ ও ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার করার পরে পিছমোড়া করে হাতকড়া পরানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে, নিখোঁজের ৫৪ দিন পর ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার করে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে হাজতে ঢুকানো হলো। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে একজন ফটোসাংবাদিকের ওপর এই রকম অনভিপ্রেত আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসহ বিভিন্নভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ কমিটি তীব্র প্রতিবাদ জানাচ্ছে ও ক্ষোভ প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক প্রতিরোধ কমিটি এ ঘটনার পুনরাবৃত্তিরোধে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনসহ সাংবাদিক কাজলের নিখোঁজ হওয়ার তথ্য জনসম্মুখে উন্মোচন করা এবং এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।