মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস থেকে বাঁচতে গোটা হারেম নিয়ে জার্মানির বিলাসবহুল গ্র্যান্ড সোনেনবিখল হোটেলে স্বপ্রণোদিত কোয়ারেন্টিনে রয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্ন, যিনি রামা এক্স নামেও পরিচিত। ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম সুন্দরী এবং অসংখ্য চাকরবাকরও আছেন। তবে রাজার সঙ্গে তার ৪ স্ত্রীর কেউ আছেন কিনা, জানা যায়নি।
গার্মিশ্চ-পার্টেনকির্শ্চেন’র রিসোর্টের ৪ তারকা হোটেলটিতে তার জন্য বিশেষভাবে নির্মিত একটি আমোদ কামরাও রয়েছে বলে জানা গেছে। মহামারীর মধ্যে রাজার দলটিকে একক পরিবার হিসাবে শ্রেণিবদ্ধ করে হোটেলটি উন্মুক্ত রাখার বিশেষ অনুমতি দেয়া হয়। রামা এক্স এবং তার গৃহকর্মীরা বর্তমানে হোটেলের ৪র্থ তলা পুরোটাই দখল করে আছেন।
গত বছর রাজা তার উপপত্মী, রয়্যাল গার্ডের সিনিনাত ওংভাজিরাপাকদীর সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং ‘বিশ্বাসঘাতক’ বলে অভিযোগ করে সামরিক পদ থেকে বরখাস্ত করেন। টিভি সাক্ষাতকারে বিল্ড প্রতিবেদক ম্যাক্স বোড্ডেকার জানান যে, রাজার ক‚টনৈতিক অবস্থান অনুযায়ী তিনি অস্পৃশ্য।
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, তিনি এবং তার ২০ উপপত্মী এখনো হোটেলটিতে রয়েছেন। শুধু তাই নয়, তিনি সামরিক শৃঙ্খলাবদ্ধ একটি দলে তাদের সংগঠিত করেছেন এবং ব্রিটিশ অভিজাত সামরিক শক্তির অনুরূপ তাদের এসএএস বলে সম্বোধন করা হয়। তাদের এস-০০১ থেকে এস-০২০ মতো সংখ্যায় গণনা করা হয় এবং তারা সবাই মেজর হিসাবে সামরিক পদমর্যাদাযুক্ত।’
ম্যাক্স আরো জানান, ‘এবং তারা সম্মানসূচক সিরিভাজিরাপাকদি উপাধিপ্রাপ্ত, যার অর্থ ‘সেই সুন্দরী যিনি রাজার প্রতি বিশ্বস্ত থাকবেন’।
থাইল্যান্ড বিশেষজ্ঞ অ্যান্ড্রু ম্যাকগ্রেগর মার্শাল মন্তব্য করেন, ‘উপপত্মীরা বড় জয়ের প্রত্যাশাসহ বহু কিছু দেয়। কেউ কেউ যোগ দিতে পেরে খুশি এবং নিজের এবং তাদের পরিবারের জন্য অর্থ-সম্পদ এবং সাফল্যের আশা করেন। অন্যরা রাজার চাপে রাজি না হলে সেই ফলাফলের ভয়ে যোগ দেন।’
এই রিসোর্টে ব্যাংকক থেকে আসা প্রাচীন অর্থসম্পদ ও প্রাচীন জিনিসপত্রসহ রাজা তার ব্যক্তিগত বাসস্থান সজ্জিত করেছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রায় ২৫ কোটি পাউন্ড মূল্যের অর্থ-সম্পদের মালিক রাজা ভাজিরালঙ্কর্ন এই হোটেলে অবস্থান করার জন্য ১ বছরেরও বেশি আগে বুকিং দিয়েছিলেন। যদিও রাজা তার বেশিরভাগ সময় হোটেলেই কাটাচ্ছেন, ১৯১৮ সালে ক্ষমতাচ্যুত হওয়া জার্মান কায়জারদের সাথে তার সখ্যতার কারণে তিনি দেশটির প্রতি তিনি অনুভতিপ্রবণ বলে শোনা যায়।
২০১৬ সালে পিতার মৃত্যুর প্রায় ৩ বছর পর গত মে মাসে ২ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে ৬ ঘণ্টাব্যাপী এক অনুষ্ঠানে রামা এক্সকে থাইল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত করা হয়। রামা এক্স তার বিলাসী ভ্রমণবহুল জীবন এবং খামখেয়ালী আচরণের জন্য সুপরিচিত।
উল্লেখ্য, জার্মানি এবং থাইল্যান্ড উভয় দেশেই যথাক্রমে ১ লাখ ৬৮ হাজার ২শ’ ৭৬টি সংক্রমণ ও ৭ হাজার ২শ’ ৭৭ জনের মৃত্যু এবং ২ হাজার ৯শ’ ৯২টি সংক্রমণ ও ৫৫ জনের মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।