মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারী কোভিড ১৯-এ যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল বাড়ছে। রোজ লাশের মিছিলে যোগ দিচ্ছেন হাজারও মানুষ। আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে মৃত্যু ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৮৫০জন। আর মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯৩৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৭ হাজার ২৫১ জন। আর মুম‚র্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ লাখ ৯৪ হাজার ১৮৯ জন। বিজ্ঞানীদের পূর্বাভাস, জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা এক লাখ স্পর্শ করবে। সে দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। একদিনে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে।
করোনা নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়েছে, প্রাণঘাতী এই ভাইরাস স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে আরও দুই হাজার ৪৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তাতে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৫ হাজার ৫৪৩ জন, যা এই ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২ লাখ ৫৪ হাজার ৭৫০ জন, বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ। ৩০ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। আক্রান্তে চতুর্থ স্থানে আছে দেশটি, প্রায় ২ লাখ ৮ হাজার। ৩০ হাজার ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালি; আক্রান্তে তৃতীয় স্থানে আছে দেশটি, ২ লাখ ১৫ হাজার। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।