Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বোরকা পরেই নামলেন

নিউজ ১৮ | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৩ এএম

বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) নিয়ে বিজেপি নেতা কপিল মিশ্রের উসকানির পর গত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে হিন্দুত্ববাদী তান্ডব শুরু হয়। সপ্তাহখানেক ধরে চলা এই তান্ডবে অর্ধশতাধিক মানুষ নিহত হয়। গুলিবিদ্ধসহ আহত হন কয়েক শত। যাদের বেশিরভাগই মুসলমান। ওই তান্ডবের ক্ষত সারিয়ে ওঠার আগেই ভারতের রাজধানী দিল্লিতে হানা দেয় করোনাভাইরাস। এখন পর্যন্ত ভারতের অন্যতম ভাইরাস কবলিত এলাকা দিল্লি।
করোনা মোকাবিলায় জীবাণুনাশকের স্প্রে হাতে তুলে নিয়েছেন তিন সন্তানের মা ইমরানা সাইফি। স্থানীয় আবাসিক কল্যাণ সংস্থার সরবরাহ করা স্প্রে ট্যাঙ্ক কাঁধে নিয়ে বেশ কয়েকটি মন্দির, মসজিদ আর গুরুদুয়ারায় ছিটানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর পবিত্র রমজানে রোজা রেখেও তিনি সে দায়িত্ব প্রতিদিন পালন করে যাচ্ছেন।
পুরোহিতেরাও ইমরানাকে স্বাগত জানাচ্ছেন। এমনকি তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে মন্দিরের ভেতরে ও বাইরে জীবাণুনাশক ছিটাতে দিচ্ছেন। উত্তর দিল্লির আশেপাশের এলাকায় প্রতিদিন জীবাণুমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
ফেব্রুয়ারির সাম্প্রদায়িক সহিংসতার সময়ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়–য়া ইমরানা সাইফি। এবারে ভাইরাস সংক্রমণ শুরুর পর আরও তিন নারীকে সঙ্গে নিয়ে গঠন করেছেন নিজের ‘করোনা যোদ্ধা’ দল। এই দলটি প্রতিদিন জাফরাবাদ, মুস্তফাবাদ, চান্দবাগ, নেহরু বিহার, শিব বিহার, বাবু নগর এলাকাকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন, আজান দেওয়া মসজিদ কিংবা ঘণ্টা বাজানো মন্দিরের মধ্যে তারা পার্থক্য দেখেন না।
ইমরানা সাইফি বলেন, ‘আমি ভারতের অসাম্প্রদায়িক সংস্কৃতি তুলে ধরতে চাই। আমি বার্তা দিতে চাই যে আমরা সবাই আলাদা কিন্তু এক সঙ্গে থাকতে পারি। মন্দিরের পুরোহিত কিংবা অন্য কেউ থামায় না। আর এখন পর্যন্ত কোনও ধরণের বাধার মুখে পড়িনি।’
ইমরানা সাইফির স্বামী নেয়ামত আলী একজন মিস্ত্রী। স্বাভাবিক সময়ে স্বামীর কাজে সহায়তা করলেও করোনা মহামারির সময়ে দুজনেই কর্মহীন হয়ে পড়েছেন তারা। সংসারের কাজকর্ম আর তিন সন্তান দেখভালের পর তাই জীবাণুনাশক ছিটানোর কাজে নেমে পড়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ