Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত শিশুসহ ৭ জন, গ্রেফতার ৯

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৮:২৬ পিএম

আজ সকালে ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি আলহাজ্ব মোড়ে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছে। 

জানাগেছে, চড়গড়গড়ির আনিস ফকিরের ছেলের সাথে পার্শ্ববর্তী লক্ষিকুন্ডা ইউনিয়নের মালিথা পাড়ার জামাত মালিথার ছেলের মধ্যে মোবাইলে গেম খেলা নিয়ে মতবিরোধের এক পর্যায়ে কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কি হয়। এরই জের ধরে ফকির বংশ আর মালিথা বংশের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসংবাদ পাওয়ার পর ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। পুলিশ সংঘর্ষস্হল থেকে ৯ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এদিকে সংঘর্ষের সময় ব্যাবহৃত ধারালো অস্ত্রের আঘাতে আহত আনিচ (৪৭) জিসান (১০) সিয়াম (১৬) রিপন (৩০) ও অনিয়া (৮) কে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুজন অপর গ্রুপের। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এসংবাদ লিখা পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি তবে প্রক্রিয়া চলছে বলে জানাগেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ