Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে খাদ্যের দাম কমছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে সারাবিশ্বে খাদ্যের দাম কমে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও। এফএওর বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে সারাবিশ্বে খাদ্যের দাম কমে গেছে। ফেব্রুয়ারির তুলনায় গত মার্চ মাসে দাম কমেছে, এরপর সে তুলনায় এপ্রিলে আরো দাম কমেছে। জানা গেছে, গত মার্চ মাসে ফেব্রুয়ারির তুলনায় অন্তত চার দশমিক তিন শতাংশ দাম কমেছে। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আবদোল রেজা আব্বাসিয়ান এক বিজ্ঞপ্তিতে জানান, চাহিদা কম থাকার কারণে দাম কমে গেছে। তবে সারাবিশ্বে খাদ্যের যোগান রয়েছে। যেসব খাদ্যপণ্যের দাম কমে গেছে, তার মধ্যে চিনি সবার উপরে রয়েছে। আগের মাসের তুলনায় ১৯ দশমিক এক শতাংশ কমে গেছে। এছাড়া পাম তেলে দামও ব্যাপক কমে গেছে বিশেষজ্ঞরা মনে করছেন, সারাবিশ্বে লকডাউন চলার কারণে হোটেলগুলোও বন্ধ রয়েছে। যে কারণে এই তেলের চাহিদা আগের তুলনায় কমে গেছে। নভিনিতে ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ