পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ত্রাণের চেয়ে সেলফি বেশি
করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো। এই অবস্থায় দেশের যারা অসহায়, হতদরিদ্র, শ্রমিক, গরিব ও অস্বচ্ছল তারা অর্থকষ্টে ভোগছে প্রতিনিয়ত। দুর্যোগকালীন এই মুহূর্তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অসচ্ছল মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বিত্তবানরা। সাহায্য করছে অস্বচ্ছল মানুষদের। কেমন সাহায্য। এ সাহায্য কি একনিষ্ঠ। শুধু গরীবদের অভাব পূরণ করার উদ্দেশ্যেই কি। না। বর্তমানে দেখা যাচ্ছে ‘ত্রাণের চেয়ে সেলফি বেশি’। তাই যদি না হতো তবে একজন মানুষকে সাহায্য করতে গিয়ে ১০-১২ জন মিলে ক্যামেরার সামনে এসে পোজ দিয়ে সবাইকে সেটা দেখিয়ে বেড়াত না। কিন্তু ত্রাণ দিয়ে সেলফি তোলা, ফটোসেশন করা কতটুকু ভালো কাজ? তাই আমরা প্রত্যাশা করব, ত্রাণের নামে সেলফি, ফটোসেশান না করে, বরং অসহায়দের পাশে থেকে সংকট উত্তরণের চেষ্টা করা এখন সময়ের দাবি। করোনাকালীন পৃথিবীটা হোক মানবিক।
মিনহাজ আবেদিন
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।