Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সখিপুরে ভাতিজাদের হাতে চাচা খুন মামলায় ৩ আসামি গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ১১:৫২ এএম

টাঙ্গাইলের ‘সখিপুরে ভাতিজাদের হাতে চাচা’ খুনের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। হত্যাকাণ্ডের ৩দিন পর বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।তারা ঢাকায় পালিয়ে যাওয়ার পথে গোপন সংবাদ পেয়ে তাদেরকে ইন্দারজানী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা সবাই মামলার এজাহারভূক্ত আসামি।

গ্রেফতারকৃতরা হলো, ১. মো. সোহরাব শিকদার (৪৫) পিতা মৃত হাতেম আলী,২. সোলায়মান শিকদার (১৯) পিতা সোহরাব শিকদার,৩. ইব্রাহিম শিকদার (১৯) পিতা লোকমান শিকদার সর্ব সাং দাড়িপাকা,সখিপুর,টাঙ্গাইল।

সখিপুর থানার উপ-পরিদর্শক(এসআই) ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সাতদিনের রিমান্ড চেয়ে তিন আসামিকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, জমি-জমা সম্পর্কীত বিরোধে জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাতিজাদের দায়ের কুপ, টেটা ও লাঠির আঘাতে খুন হন চাচা হারেজ শিকদার (৭০)। মঙ্গলবার রাতে উপজেলার দাড়িপাকা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের আহত ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে প্রতিপক্ষের মাঈন শিকদারকে প্রধান করে ১০জনকে আসামি করে সখিপুর থানায় খুনের মামলা দায়ের করেন। নিহতের দুই ছেলেসহ বাদীপক্ষের চারজন গুরুতর আহত হয়ে সখিপুর হাসপাতালে ভর্তি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ